গত ২২ ডিসেম্বর ৫,৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজের অভিনীত ছবিগুলোর যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন ভাইজান।
৩০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে এটি। এজন্য সময় লেগেছে মাত্র ছয় দিন।
তবে শুধু ভারতের মধ্যে নিট কালেকশন ১৯০ রুপি আর শুধু ভারতে গ্রস কালেকশন ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি। আর সমগ্রবিশ্বে ছবিটির আয় ৩১০ কোটি রুপি।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল এটি। আর এই সিক্যুয়েলে ক্যাটরিনাকে সাথে নিয়ে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন সালমান খান। দেখা যাক কোথায় গিয়ে থামে সালমানের এই এই রথ।
Like this:
Like Loading...