রাজশাহীতে নতুন ডেঙ্গু রোগী ২৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:-
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার পর্যন্ত হাসপাতালে ৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন।
তবে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ১৪৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। আইসিইউতে ভর্তি আছেন দুইজন রোগী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।