ভৈরব পরিষদ বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আসলামউজ্জামান, ভেনিস, ইতালি থেকে ঃ ভৈরব পরিষদ ইতালির উদ্যোগে গতকাল ৪৬তম মহান বিজয় দিবস পালন , ভৈরব পরিষদ এর ভেনিস শাখার অভিষেক ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন ভেনিসের সাধারন সম্পাদক মুজিবুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল হক।
আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্বে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির অর্জনকে আরও অর্থবহ করার জন্য অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সব প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা ও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে এতে সভাপতির বক্তব্য রাখেন সিরাজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের সাংবাদিক, আওয়ামী লীগ নেতারা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ সাধারণ প্রবাসীরা।