শাহজালালে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। ঘণ কুয়াশার কারণে উড়োজাহাজ উড্ডয়ন প্রায় ৯ ঘন্টা বন্ধ ছিলো। পরে আজ শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।