সবাই নিজের ছবির ঢোল পিটায়’
আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) সারা দেশের ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী নির্মিত ‘অন্তর জ্বাল’ সিনেমা। ছবিতে অন্যদের মধ্যে জায়েদ খান ও পরীমনি অভিনয় করেছেন।
ছবিটির শুটিং চলাকালে জায়েদ খানের অভিনয়ের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি দিয়েছিলেন পরীমনি।সেদিক থেকে বাংলা সিনেমার দর্শকদের অন্যরকম আকর্ষণ রয়েছে এই ছবি ঘিরে। এছাড়া অনেক জনপ্রিয় ছবির পরিচালক মালেক আফসারী যেহেতু ‘অন্তর জ্বালা’ ছবিটি নির্মাণ করেছেন। এজন্যও দর্শকদের যথেষ্ট কৌতূহল রয়েছে ছবিটি নিয়ে। এরই মধ্যে এই ছবি বন্ধ থাকা দেশের ১৭টি সিনেমা হলের নতুন করে পর্দা উন্মোচন করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার ‘অন্তর জ্বালা’ সিনেমা নিয়ে মালেক আফসারী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমরা যতই চ্যানেলে চ্যানেলে ঘুরে ঘুরে চাপাবাজি করি না কেন। পত্রিকায় যতই ভালো লেখালেখি করুক না কেন। ছবি চলে মুখের পাবলিসিটিতে। ছবি দেখে একজন আরেক জনকে যখন বলে ছবিটা ভালো। তখনই ছবি হিট হয়। সবাই নিজের ছবির ঢোল পিটায়, কিন্তু সবার ছবি হিট হয় না। ছবি চলে ছবির গুণে।’